Blog Details: Left

প্রতি বছরের মতো এবারো আগামী ২১ থেকে ৩০ অক্টোবর ২০১৬ অনুস্তিত হতে যাচ্ছে গঙ্গা যমুনা নাট্য ও সাংস্কৃতিক উথসব। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শিল্পকলা একাডেমীতে প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে এ অনুশ্তান শুরু হবে। শিল্পকলা একাডেমীর উন্মুক্ত মঞ্ছ, জাতিও নাট্যশালা, এক্সপেরিমেন্টাল থিয়েটার হল ও স্টুডিও থিয়েটার হল এ অনুষ্ঠানগুলো অনুস্তিত হবে। এখানে নাটক কবিতা আবৃত্তি, নাচ এবং গান হবে। গঙ্গা যমুনা নাট্য উৎসব এ কথা আবৃত্তি চর্চা কেন্দ্র উন্মুক্ত মঞ্চে পরি বেশন করবে কাজী নজরুল ইসলাম রচিত “তোরা সব জয়ধনি কর”, নির্দেশনা ড ভাস্বর বন্দ্যপাধায় ।