Blog Details: Left

উত্তরণের সিঁড়ি বেয়ে কথা এগিয়েছে অনেক পথ। কথা ১৯৮৫ থেকে ২০১৬ এই একত্রিশ বছরে ৪৫ টি আবৃত্তি কর্মশালা সফল ভাবে পরিচালনা করেছে।

এখানে  শুদ্ধ উচ্চারণ, বাকরীতি, খবর পড়া, উপস্থাপনা ও কবিতা আবৃত্তির উপর দীর্ঘ চারমাস ব্যাপী নিবিড় প্রশিক্ষণ দেয়া হয় যাতে বাংলা ভাষার উৎকর্ষতা বাড়ে এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক হয়ে ওঠে পরিশীলিত বাকরীতির চৌকষ মানুষ। যারা সমাজ নির্মাণেও  সচেতন অংশ হিসেবে ভূমিকা রাখতে পারে। হয়ে উঠতে পারে একজন নান্দনিক মানুষ।

শুরুতে কর্মশালার সাথে সম্পৃক্তদের মধ্যে ভাস্বর বন্দ্যোপাধ্যায় এর পাশাপাশি অভিনেতা ও আবৃত্তিকার গোলাম মুস্তফা, অধ্যাপক নরেন বিশ্বাস, অভিনেতা আলি যাকের, অভিনেতা ও আবৃত্তিকার আসাদুজ্জামান নুর, অভিনেতা ও নির্দেশক খালেদ খান, রিয়া মাহমুদ এদের নাম উল্লেখ করা যায়। ক্রমেই কালের যাত্রা দীর্ঘ হয়েছে। কথার কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত হয়েছেন অধ্যাপক নিরঞ্জন অধিকারী, কাজী আবু জাফর সিদ্দিকি, আশরাফুল আলম, আব্দুস সবুর প্রমুখ ভাষার কারিগররা। বাইরের বক্তা ছাড়াও ক্রমান্বয়ে কথার জ্যেষ্ঠ ও অভিজ্ঞ সদস্যরাও কর্মশালায় প্রশিক্ষক এর ভুমিকা পালন করছেন। এদের মধ্যে রয়েছেন, এনামুল হক বাবু, শহীদুল ইসলাম নাজু, ভিনসেন্ট তিতাস রোজারিও ও আশরাফুল হাসান বাবু।