Blog Details: Left

শুদ্ধ উচ্চারণে কথা বলা বর্তমানে হারিয়ে যেতে বসেছে । ছোট বড় সকলেই আজ আঞ্চলিক কথ্যরীতির মহামারিতে আক্রান্ত। অথচ সমাজ নির্মাণ ও মত বিনিময়ের গতিশীলতায় অপভাষার ব্যাবহারে জর্জরিত। বিশেষত শিক্ষা ক্ষেত্রে এর কোন বিকল্প নেই। সমাজে আজকে যারা অপেক্ষাকৃত নবীন, যারা আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবে, তাদের ভাষা কেমন হওয়া উচিত? অবশ্যই প্রমিত ভাষা। কিন্তু এর ব্যাবহার কোন না কোন শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে অর্জন করতে হবে। কথার প্রতিষ্ঠাতা ভাস্বর বন্দ্যোপাধ্যায় এ বিষয়টি ভেবেই শুরু করেছিলেন শুদ্ধ উচ্চারণের কর্মশালা।