Blog Details: Left

আমাদের কথা'র কথা কিন্তু শুধুই কথার কথা নয়। কথার কথা অনেক কথা, অনেক ইতিহাস, অনেক ঘটনা। শৈশব থেকে হাটি হাটি পা পা করে আজ এত দূর এসে দাড়িয়েছে আমাদের প্রাণ প্রিয় সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। এইতো সেদিনের কথা এতগুলো বছর কেটে গেল।

 

শিল্পকলা একাডেমির প্রথম আবৃত্তি কর্মশালার কিছু শিক্ষার্থী মিলে আমরা সেদিন শুরু করেছিলাম আবৃত্তি সংগঠনের কাজ। শুরুতে নাম ছিল "ঐকতান" পরে পাল্টে আমরা কথা নামটি গ্রহন করি। সে ছিল ১৯৮৫ সাল।  মুনমুন আহমেদ, এনামুল হক বাবু, শফিক, নূর, রিয়া, রুপা, মনির, কুমার এবং আরো অনেকে মিলে এই অগ্রযাত্রায় সামিল হয়েছিলাম।

 

কর্মশালার মধ্যে দিয়ে আরো অনেকে এসে জড়ো হল কথায়। তখন কথার রমরমা অবস্থা। টোকন, শিলা, মাকসুদ, সুমা, জাহিদ, টুটুল, রাহি, সেলিম চৌধুরী, সোহরাব তালুকদার, বেবী, মিতা, আব্দুর রহমান, রকিব, নাজু, তিতাস রিতা নাম ভুলে গেছি এরকম আরো অসংখ্য। 

 

প্রথম প্রযেজনা "নোটনের জন্য শোক" তারপর "শিশুতির্থ" এভাবেই অসংখ্য প্রযেজনা আমরা উপহার দিয়েছি। বাংলাদেশে সম্মেলক আবৃত্তিধারাকে নব দিগন্ত দান করেছে আমাদের এই সংগঠন কথা। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি থেকে শুরু করে দেশের বিভিন্ন প্রান্তে, পশ্চিমবঙ্গে আমন্ত্রিত হয়ে বিভিন্ন স্থানে প্রযোজনাগুলি উপস্থাপন করা  ছাড়াও বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ পরবর্তীকালে অনান্য টিভি চ্যানেলে আমাদের সরব উপস্থিতি সবাইকে জানিয়েছে আমাদের শক্তির কথা, আমাদের পরিবেশনার মানের কথা, আমাদের দলগত সংহতির কথা, আবৃত্তির প্রতি ভালোবাসার কথা। 

আমরা সবসময় প্রগতির কথা বলেছি, অন্যায় এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে রাজপথে নেমেছি মৃত্যুভয়কে উপেক্ষা করে। এসব দিনের কথা কি ভোলা যায় কখনো। পুলিশের বুলেটের ভয়, লাঠিচার্জ সব কিছু উপেক্ষা করে দল বেধে মিছিলে সামিল হয়েছি। ট্রাকে চড়ে আবৃত্তি করেছি সবাই মিলে।

 

দলবল সহ দু'দুবার কলকাতা আবৃত্তি দলের আমন্ত্রন পেয়ে আবৃত্তি করেছি পশ্চিম বঙ্গের বিভিন্ন জায়গায়। কবি সুনীল গঙ্গোপাধ্যায়, রনেশ দাশ গুপ্ত, প্রদীপ ঘোষ, পার্থ ঘোষ, গোরি ঘোষ,  অমিয় চট্টোপাধ্যায় প্রমুখ ব্যাক্তিদের আড্ডা, কবিতা পাঠ সে এক অনন্য অভিজ্ঞতা। কথা নতুন নতুন কর্মী সদস্য সংগ্রহ করে। আর এই কর্মকান্ড সেই শুরু থেকে আজ পর্যন্ত চালিয়ে এসেছে, আর এভাবেই চলবে আশা করি। 

 

সোহরাওয়ার্দী উদ্যান বিশ্ববিদ্যালয় কলা ভবণ ও কার্জন হল, ডাকসু ক্যাফেটেরিয়া, মধুর ক্যান্টিন, টিএসসির প্রতি ইঞ্চি ভূমিতে পদকর্ষনের কথা অবিদিত নয় আজ আর কারো কাছে। বিশ্ববিদ্যালয় লাইব্রেরী অঙ্গন, জাতীয় কবিতা পরিষদের দুদিন ব্যাপী অনুষ্ঠান, বাংলা একাডেমী বই মেলা, শওকত ওসমান মিলনায়তন চলচিত্র উৎসব ও অন্যান্য অনুষ্ঠান, জাতীয় জাদুঘরে বিভিন্ন অনুষ্ঠানে কথার অংশগ্রহন এবং বিভিন্ন কর্মকান্ডে সম্পৃক্ত হবার ঘটনাও আজ ইতিহাসে পরিনত হয়েছে। 

 

দেশের সব থেকে পুরনো দলগুলোর মধ্যে অন্যতম পথিকৃত আবৃত্তি সংগঠন কথা আবৃত্তি চর্চা কেন্দ্র। কলেবরে, প্রযেজনার সৌকর্যে, সুনাম এর দিক থেকে কথার নাম সব থেকে বেশী প্রচারিত। কথার আবৃত্তি কর্মশালা একটি উল্লেখযোগ্য কর্মকান্ড। কর্মশালার শিক্ষার্থীরাই পরে কথার কর্মীবৃন্দ ও সদস্য। প্রশিক্ষনের বিষয়বস্তুর অভিনবত্ব, আর্কষণীয় ভঙ্গিতে প্রশিক্ষন প্রদান, ভাষা শিক্ষা ও উচ্চারনের আধুনিক বৃত্তান্ত অত্যন্ত যত্নের সাথে কথার শিক্ষকবৃন্দ ক্লাস নিয়ে থাকেন। এখানে দেশের বেশ কয়েকজন নামী ও গুনী প্রশিক্ষক আবৃত্তি বিষয়ে প্রশিক্ষন দিয়ে থাকেন। আমাদের এখান থেকে প্রশিক্ষন নিয়েছেন এমন অনেকেই দেশের প্রত্যন্ত প্রান্তে এবং বিদেশে কর্মরত ও সুপ্রতিষ্ঠিত। এই সবাইকে নিয়েই আমাদের কথা পরিবার সুখে-দুঃখে, আপদে-বিপদে, উৎসব অনুষ্ঠানে আমরা নিয়মিত মিলিত হচ্ছি।  টেলিফোনে, ফেসবুকে, ওয়েবের মধ্য দিয়ে সংযোগ রক্ষা করা হচ্ছে। আলাপ সংযোগ আর কথার মধ্য দিয়ে আমরা চলেছি চলবো। জয় আমাদের হবেই। পৃথিবীর মানচিত্রে আমরা একটি তারার মত জ্বলজ্বল করে জ্বলবো।